করোনায় প্রাণহানি দেড়শ’ ছাড়াল, নতুন শনাক্ত ৪৯৭ মৃতদের মধ্যে ৫ জন ষাটোর্ধ্ব
দেশে করোনাভাইরাসে রবিবার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৪৯৭ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭ জন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৫ জন ও অন্যান্য জেলার সিলেটের ১ জন এবং রাজশাহীর ১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬০ এর ওপরে ৫ জন। ৪১ থেকে ৫০ এর মধ্যে ১ এবং ১০ বছরের নিচে ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৫২ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫ হাজার ৯১৩।
গত ২৪ ঘন্টায় মোট ৪ হাজার ১৯২ টি নমুনা সংগ্রহ হয়েছে। যার মধ্যে ৩ হাজার ৮১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৫ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ২২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৩৮ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪ হাজার ৫৯০ জন; এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
করোনা সংক্রমণ ছড়িয়েছে ৬০ জেলায়। করোনামুক্ত চার জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 