সিলেটে আদালত চলবে সীমিত পরিসরে
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চলবে। প্রধান বিচারপতির নির্দেশনায় আগামীকাল রোববার থেকে কার্যক্রম শুরু হবে। করোনার সংকটকালে জেলা ও মহানগর দায়রা জজের অধীন আদালত সপ্তাহে দু’দিন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চত করে জানান, সিলেট জেলা ও মহানগর উভয় দায়রা জজ আদালতের কার্যক্রম প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার চালু থাকবে। এছাড়া জেলা জজের অধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতসহ ম্যাজিস্ট্রেট আদালতগুলোর কার্যক্রম চলবে প্রতি সপ্তাহের রোববার ও মঙ্গলবার। একজন সিনিয়র ম্যাজিস্ট্রেট সবগুলো ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বে থাকবেন। এছাড়া মহানগর আদালতের অধীন চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধ ও বৃহস্পতিবার চলবে। জেলা জজ আদালতে প্রতিটি মামলার জন্য বিবাদীপক্ষের একজন আইনজীবী প্রবেশ করতে পারবেন। বাদীপক্ষের কোনো আইনজীবী থাকবেন না, রাষ্ট্রপক্ষ না পিপি-এপিপি বাদীপক্ষের প্রতিনিধিত্ব করবেন। তবে এজলাসকক্ষে আইনজীবীদেরও সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। আইনজীবীদের জন্য মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরা বাধ্যতামূলক। আইনজীবী ছাড়া অন্য কেউ মূল ভবনে প্রবেশ করতে পারবেন না। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা ও দায়রা জজ আদালতে শুধু জামিন সংক্রান্ত বিবিধ মোকদ্দমা ও জরুরি ইনজাংশন সংক্রান্ত দেওয়ানি পিটিশন শুনানি অনুষ্ঠিত হবে। মহানগর দায়রা জজ আদালতেও একই নিয়ম অনুসরণ করে মহানগর দায়রা জজ আদালত ও অধীন কোর্ট পরিচালিত হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, সিনিয়র অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 