করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০
দেশে করোনাভাইরাসে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বুধবার (২২ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩৯০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৭ জন ও অন্যান্য জেলার আছে ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১২০ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩ হাজার ৭৩২। এদের মধ্যে নারায়ণগঞ্জের করোনা আক্রান্তের সংখ্যা ৪৯২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন।
গত ২৪ ঘন্টায় মোট ৩ হাজার ৫২ টি নমুনা সংগ্রহ হয়েছে এবং পূর্বের কিছু নমুনা সংগ্রহে ছিল। সব মিলিয়ে আমাদের ৩ হাজার ৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৬৭৪টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৯২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৯০০ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। এসময় তিনি কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সবাইকে একসঙ্গে মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 