Sobujbangla.com | করোনাভাইরাস: মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুতের জিএম আক্রান্ত
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

করোনাভাইরাস: মুন্সীগঞ্জ পল্লিবিদ্যুতের জিএম আক্রান্ত

  |  ১২:৩৪, এপ্রিল ২২, ২০২০

মুন্সীগঞ্জে পল্লিবিদ্যুৎ সমিতির জিএমসহ আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে পল্লিবিদ্যুৎ সমিতির এক কর্মী ও ওই কর্মীর মা-ও রয়েছেন। এর আগে শনিবার (১৮ এপ্রিল) সমিতির ৫০ বছর বয়সী এক লাইনম্যান করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন।
জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, পল্লিবিদ্যুৎ সমিতির জিএমসহ চারজন আক্রান্ত হওয়ায় তাদের সুরক্ষার পাশাপাশি কিভাবে তাদের কর্মকাণ্ড সচল রাখা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে সদরে ৪ জন ও শ্রীনগরে ২ জন রয়েছে। এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৫৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহাম্মেদ জানান, সদর উপজেলার সিপাহিপাড়ায় সমিতির কম্পাউন্ডে থাকেন এই আক্রান্তরা। তাদের বয়স ৪০ থেকে ৬৫ বছর। আক্রান্তরা সবাই একই কম্পাউন্ডে থাকায় জরুরি সিদ্ধান্ত নেয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাসহ সেখানে যাচ্ছেন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ