করুণা রোগী ভর্তি নিয়ে ফেসবুকের সংঘর্ষ আটক অস্ত্রসহ ২
সিলেট নগরের নয়াসড়ক এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- খাদিমপাড়ার আদিত্য ইসলাম সালমান ও সৈয়দ রেদওয়ান।। এ দুজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাদের জের ধরে শুক্রবার বিকেলে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় অস্ত্রনিয়ে আসেন এই দুইজন। স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদেরকে আটক করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, নয়াসড়কের পার্শ্বস্থ মীরবক্সটুলায় একটি বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন দায়িত্বশীলরা। এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন কিছু মানুষ।নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা জানান, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগবিতণ্ডায় জড়ায় কিছু যুবক। এ বিবাদের জেরে খাদিমপাড়া থেকে দুই যুবক নগরীর নয়াসড়ক এলাকায় আসেন। যাদের সাথে ফেসবুকে বিবাদ হয়েছে, তাদেরকে খুঁজতে থাকেন তারা। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দেয়।
ওই সময় সেই জায়গায় একজন সাংবাদিক উপস্থিত ছিলেন ওই সাংবাদিক ফেসবুকে সম্প্রচার করেন তৎকালীন ওই সাংবাদিক জিজ্ঞাসা করেন যে আপনারা কি এই জায়গায় কেন আসছেন তখন ওরা বলছে আমরা জিজ্ঞাসা করার জন্য আসছিলাম হসপিটালে কি করুনা রোগের চিকিৎসা হবে নাকি তখন আমরা যাইতে পারি নাই তারা আমাদেরকে আক্রমণ করে ফেলেছে পরে আমাকে মারধর করে এবং অস্ত্র নিয়ে আসে তখন আমাকে পুলিশ এরেস্ট করে ফেলে ওই সময় পুলিশের সামনে এনে তারা অস্ত্র দিয়ে বলে আমি নিয়ে আসছি তখন পুলিশ পুলিশ বলে যে আমরা ওই জায়গায়
পুলিশ সেই সময় ফেসবুকে লাইভ দেখানোর সময় বলে যে লোকজন অস্ত্র দিয়ে বলছে ওরা নাকি অস্ত্র নিয়ে এসছে পুলিশ সেইসময়ের জানায়

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 