Sobujbangla.com | করোনাভাইরাস আইন অমান্য করায় সিলেটে ৯২ টি মামলা দেয়া হয়েছে।
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

করোনাভাইরাস আইন অমান্য করায় সিলেটে ৯২ টি মামলা দেয়া হয়েছে।

  |  ১৮:০৭, এপ্রিল ১৪, ২০২০

লকডাউন অমান্য করায় সিলেটে ৯২ টি মামলা দেয়া হয়েছে। এতে প্রায় ১ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (১৩ই এপ্রিল) দিনভর সিলেটের বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি টিম এসব অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
এর আগে গত শনিবার (১১ই এপ্রিল) বিকেল ৪ টায় সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলেও জানান তিনি।
এরপর গত শনিবার লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আর গতকাল রোববার (১২ই এপ্রিল) লকডাউনে দ্বিতীয় দিন সরকারি নির্দেশ অমান্য ও অন্যান্য আইন লঙ্ঘন করার দায়ে সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। একইসাথে দায়ী ব্যক্তিদেরকে মোট ১ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ