Sobujbangla.com | সিলেটে গরীব অসহায় সাধারণমানুষ,করোনা লকডাউন মানছে না পেটের দায়ে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেটে গরীব অসহায় সাধারণমানুষ,করোনা লকডাউন মানছে না পেটের দায়ে

  |  ১৮:০৮, এপ্রিল ১৩, ২০২০

সিলেটের নগরী জিন্দাবাজারে জনসমাগম কম থাকলে ও আম্বরখানা এবং বন্দর বাজারের জনসমাগম নিয়ন্ত্রণের বাহিরে এবং জনসচেতনতা অভাব দেখা যায়, সিলেটের
পরিস্থিতি দেখার জন্য গাড়ি নিয়ে বাহিরে হলে গেলে দেখা যায়, শহরতলি বিভিন্ন স্থানে জনসমাগম ও মানুষ সাভাবিকভাবে চলাচল করছে, আইনশৃঙ্খলা বাহিনী সেনা বাহিনী ধারাবাহিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেনা বাহিনীর কর্মকর্তা সাথে কথা বলে জানতে পারলাম যে, তারা তাদের প্রচেষ্টা সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছে, তবে সিলেটের নাগরিকগণ যতটা সর্তক থাকার কথা, কিছু সংখ্যক মানুষ এতটা সর্তকতা অবলম্ব করছেন না।আরও দেখা যায় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলার কথা থাকলেও সিলেটের পুলিশ লাইন এলাকায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেটি মানছেন না। গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে টিসিবির ১০ টাকা দরে চাল নিচ্ছেন এবং সিলেটের বিভিন্ন উন্নয়নের ড্রেন মেরামত ও সংস্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে। খেটে খাওয়া দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ এবং রিক্সায় চালকগণ পেটের দায়ে রাস্তায় চলে আসছে। এই রকম চলতে থাকলে সিলেটের বাসিন্দারা আরোও বড় বিপেদে পরতে পারে বলে আশা করা যাচ্ছে। হোম করেনটাইন না থাকলে এবং লকডাউন না মানলে সরকারের পক্ষে একা করোনা মোকাবেলা করা সম্ভব না।

এতে আমাদের সকলকে সরকারের সকল নির্দেশ মেনে চলে এগিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরোও কঠিন হতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ