বিশ্বজুড়ে ভারি হচ্ছে লাশের পাল্লা,
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়িয়েছে ৯০ হাজার। আক্রান্ত প্রায় ১৫ লাখ। যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি প্রায় দু’হাজার। এর মধ্যে আছেন ৭ বাংলাদেশি। সবমিলে দেশটিতে ৯১ বাংলাদেশিসহ প্রাণহানি সাড়ে ১৪ হাজার। স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। দেশটিতে প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। করোনা মোকাবিলা নিয়ে কথার লড়াই অব্যাহত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে।
প্রতিদিনই লাশের পাল্লা ভারি হচ্ছে বিশ্বজুড়ে। করোনার ভয়াল থাবায়, আক্রান্ত ও প্রাণহানিতে দেশে দেশে ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি এতটাই নাজুক, যুক্তরাষ্ট্রের অনেক চিকিৎসাকর্মী-ই ছেড়ে দিয়েছেন কাজে আসা। অনেকে জায়গায় রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে বাড়িতে।
৮৪ জন কোভিড নাইনটিন রোগীকে হাসপাতাল থেকে পাঠিয়ে দেয়া হয়েছে। বিষয়টির জন্য আমি দু:খিত, কিন্ত আমরা অনেকে চিকিৎসাকর্মী কাজে না আসায় এছাড়া আমাদের কোনো উপায় নেই।
একই চিত্র নিউজার্সি, মিশিগান ও লুইজিয়ানাতেও। নিউইয়র্কে হাসপাতালে তিল ধারণের ঠাঁই না থাকায়, অনেক রোগীকে বাড়িয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে। এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশিরাও। প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন ডা: রেজা চৌধুরী নামে আরেক বাংলাদেশি চিকিৎসক। চলতি সপ্তাহকে যুক্তরাষ্ট্রের জন্য হৃদয়বিদারক বলছেন বাসিন্দারা।
আক্রান্ত ও প্রাণিহানি কমেছে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে। এরইমধ্যে রোমে ১০৩ বছর বয়সী এক নারীর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে, শোচনীয় হচ্ছে ফ্রান্স ও স্পেনর অবস্থা। স্পেনের মাদ্রিদের একই হাসপাতালের ভর্তি মা এবং মেয়ে। তবে দেখা নেই কারো। যোগাযোগ কেবল ভিডিও কলে।
যুক্তরাজ্যে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও লকডাউনের সুফল মিলেছে নিউজিল্যান্ডে। দুসপ্তাহের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত ছিলো দেশটিতে।
মাস্ক ও চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়েই। ফ্রন্টলাইনারা প্রতিদিনই মানুষের জীবন রক্ষায় প্রাণন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে প্রায় ৫ লাখ এন নাইনটি ফাইভ মাস্ক পেয়েছি। খুব কঠিন সময় পাড় করছি। এ অবস্থায় দয়া করে সবাই ঘরে থাকুন।
প্রতিবেশি ভারত-পাকিস্তান ও মিয়ানমারেও বাড়ছে প্রাণহানি। দেশে দেশে বাসাতেই প্রার্থনা সারছেন বিভিন্ন ধর্মের মানুষ।
ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায়, মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য, করোনা মোকাবেলা নিয়ে কথার লড়াই অব্যাহত আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে।