Sobujbangla.com | টুথপেস্ট কিনতে গিয়েই করোনায় আক্রান্ত
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

টুথপেস্ট কিনতে গিয়েই করোনায় আক্রান্ত

  |  ১৯:২৬, এপ্রিল ০৮, ২০২০

টানা ১২ দিন কোয়ারেন্টাইনে থেকে শুধু একবারের জন্য টুথপেস্ট কিনতে গিয়েই যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি নিউইয়র্কের করোনা পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এমন তথ্য দিয়েছেন নিউইয়র্কের মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ফেরদৌস খন্দকার।
তিনি বলেন, আমার এক রোগী টানা ১২ দিন ধরে কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর একবার টুথপেস্ট কেনার জন্য বাইরে বের হন তিনি। আর সেখান থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
সুতরাং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে হলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শগুলোর কোনো রকম ব্যতয় চলবে না বলে জানিয়েছেন তিনি।
দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ জনেরও বেশি বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এছাড়া থেকে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৩ জনের শরীরে। আর এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১৪ হাজার ২১৪ জন। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায়ই ১ হাজার ৩৭৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১৮ জনের শরীরে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন এবং প্রাণ হারিয়েছেন ২০ জন।
অন্যদিকে বিশ্বের ১৪ লাখ ৮৫ হাজার ৫৩৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে আক্রান্তদের ৮৭ হাজার ২৯১ জন প্রাণ হারিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ