করোনা ভাইরাসের কারণে, জুমার নামাজে অনধিক ১০ জন অংশ নিতে পারবে: ধর্ম মন্ত্রণালয়
সীমিত করা হলো মসজিদে উপস্থিতি। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ সোমবার (৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশ অমান্য করে কেউ মসজিদে ভিড় করলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসুল্লি নিজ নিজ বাসায় নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়। মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব ইমাম মুয়াজ্জেম ও খাদমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন ও জুমা নামাজ অনধিক ১০ জন শরিক হতে পারবেন।