জেলা কারা কর্তৃপক্ষসহ সব কর্মকর্তা-কর্মচারীরা, অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন
করোনাভাইরাসের কারণে দেশে অঘোষিত লকডাউন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুস্থ অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছেন জেলা কারা কর্তৃপক্ষসহ সব কর্মকর্তা-কর্মচারীরা। জেল সুপারসহ ১৫০ কর্মকর্তা-কর্মচারী তাদের এক মাসের সরকারি রেশন না নিয়ে খেটে খাওয়া অসহায় হতদরিদ্র পাঁচশ’ পরিবারের মধ্যে তা বিলিয়ে দিয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে জেলা কারাগারের সামনে রিকশা চালক, অটোচালক, ঠেলাচালক, কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, পেঁয়াজ, লবণ, সাবান ও মাক্সসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ, তার সহধর্মিণী বীথি রানী ঘোষ, কারাগারের জেলার শাহ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ জানান, কারাগারের জেল সুপার থেকে শুরু করে জেলার, ডেপুটি জেলার ও নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্য এবং তাদের পরিবারের জন্য সরকার প্রতি মাসে যে রেশন দেয় তার এক মাসের রেশন অসহায়, দরিদ্র ও খেটেখাওয়া দিনমজুর মানুষুদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের মানুষকে নিরাপদে রাখতে সরকার দীর্ঘ ছুটি ঘোষণা করায় শ্রমজীবী মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবার খাদ্য সঙ্কটে ভুগছেন। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি কারা কর্তৃপক্ষসহ সব কর্মকর্তা ও কর্মচারী মানবিক দৃষ্টিকোণ ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ দরিদ্র অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 