Sobujbangla.com | প্রসব করাতে যেয়ে মৃত্যু হয় নবজাতকের
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

প্রসব করাতে যেয়ে মৃত্যু হয় নবজাতকের

  |  ১২:২৪, মার্চ ২১, ২০২০

ইউটিউব ভিডিও দেখে প্রেমিকার প্রসব করাতে চেয়েছিলেন এক যুবক। এতেই ঘটে বিপত্তি। প্রসব করাতে যেয়ে মৃত্যু হয় নবজাতকের। এ সময় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রেমিকার অবস্থাও আশঙ্কাজনক। সম্প্রতি ভারতের তামিলনাড়ুর একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই প্রেমিককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই তামিলনাড়ুর একটি গ্রামের কলেজছাত্রীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক ওই যুবকের (২৭)। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে ও তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি আট মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীর প্রসববেদনা ওঠে। সেই কথা তার প্রেমিককে জানালে তাকে বাইকে করে গ্রামের কাছে কাজুবাদামের ক্ষেতে নিয়ে যায় ওই যুবক। সেখানে ইউটিউব ভিডিও দেখে প্রসব করানোর চেষ্টা করেন তিনি। কিন্তু প্রসবের সময় শিশুর মাথার বদলে হাত বেরিয়ে আসে। এরপরও জোর করে বাচ্চাকে বের করার চেষ্টা করলে শুরু হয় প্রবল রক্তপাত।

এক পর্যায়ে ওই যুব ঘাবড়ে যান। পরে বাইকে করে ১২ কিলোমিটার পথ পেরিয়ে প্রেমিকাকে পনেরি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তরুণীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তরুণীর অস্ত্রোপচার করে মৃত শিশু বের করা হয়। কতর্ব্যরত চিকিৎসকরা জানান, ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনো চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ও তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ