করোনাভাইরাসের প্রভাবে ২০২১ সালের আগে কোনো ফুটবলই মাঠে গড়াতে পারবে না
প্রকাশিত হয়েছে | ১৭:২৮, মার্চ ২০, ২০২০
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। থেমে গেছে সকল খেলা। ২০২০ ইউরো পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগগুলো এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশা করা হচ্ছে এপ্রিল কিংবা মে মাসে লিগগুলো আবার মাঠে গড়াবে। কিন্তু জার্মানির ভাইরাসবিদ জোনাস শ্মিট শনাসিট মনে করছেন ২০২১ সালের আগে কোনো ফুটবলই মাঠে গড়াতে পারবে না। কারণ, করোনাভাইরাসের প্রভাব পুরো বছর জুড়েই থাকবে। বছরের শেষদিকে প্রভাব কমে আসলেও বড় জনসমাগমের মাধ্যমে আবার ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।
এ বিভাগের অন্যান্য সংবাদ