Sobujbangla.com | ইরান-ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল, বিশ্বজুড়ে প্রাণহানি ৯ হাজার
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ইরান-ইতালিতে থামছে না মৃত্যুর মিছিল, বিশ্বজুড়ে প্রাণহানি ৯ হাজার

  |  ২০:০৭, মার্চ ১৯, ২০২০

করোনায় ইতালি ও ইরানে থামছেই না মৃত্যুর মিছিল। ইরানে ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪৯ জন। মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। ইতালিতে প্রাণহানি ৩ হাজার ছুঁইছুঁই। সবমিলে আক্রান্ত ১৬০ দেশ ও অঞ্চল। প্রাণহানি ৯ হাজার ছাড়িয়েছে।
সারি সারি সামরিক যান। কড়া প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে ইতালিতে করোনায় প্রাণ হারানো কয়েকশো মানুষের মরদেহ। প্রিয় স্বজনকে শেষ বিদায়ও জানাতে পারেননি অনেকে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি লম্বারডি অঞ্চলের। প্রাদুর্ভাব মোকাবিলায় ২০ টন চিকিৎসা সামগ্রী নিয়ে মিলানে পৌঁছেছে চীনের ৩৭ সদস্যের মেডিকেল দল। যুক্তরাষ্ট্রের দুটি মেডিকেল দলও কাজ শুরু করেছে ইতালিতে।
ক্রমেই নাজুক হচ্ছে ম্পেন, ফ্রান্স ও জার্মানির পরিস্থিতিও। স্পেনে বয়স্কদের নার্সিংহোমে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। বুধবার, মাদ্রিদের একটি নার্সিং হোমে মারা গেছেন অন্তত ১৭ জন। স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন অনেক স্প্যানিশ এমপি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘সামরিক বাহিনীর মেডিকেল দলকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তারা জনস্বাস্থ্য সেবায় মাঠে নামবে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সব শিক্ষা প্রতিষ্ঠান।
শতাধিক প্রাণহানি ও ৮ হাজারের বেশি আক্রান্তের পর পরিস্থিতি মোকাবিলায় ৫শ’ বিলিয়ন ডলারের ত্রাণ তহবিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে।
যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত আংশিক বন্ধ, দুদেশের বাণিজ্যক্ষেত্রে বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশদুটির নেতারা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘দুদেশের জনগণের কথা ভেবেই পর্যটন ও বিনোদনের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশ স্থগিত করা হলো। তবে, নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন খাবার, জ্বালানি তেল এবং জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী সরবরাহ চলবে।’
সব পাবলিক প্লেস বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। লকডডাউন পরিস্থিতি ইরানজুড়ে। চীন ও দক্ষিণ কোরিয়ায় পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। দু সপ্তাহের জন্য লকডডাউন ঘোষণা করা হয়েছে মালয়েশিয়াজুড়ে। সিল করা হয়েছে সীমান্ত। বন্ধ স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘যেভাবে প্রাদুর্ভাব বাড়ছে, তাতে সবাইকে সচেতন হতে হবে। দেশবাসীর প্রতি আহ্বান, ঘরে অবস্থান করুন এবং নিজ পরিবার এবং নিজেকে রক্ষা করুণ।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার পর আফ্রিকার দেশগুলোর পরিস্থিতি শোচনীয় হবে। এমন সতর্ক বাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোজ অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘এটা ভাবার কোনো কারণ নেই আপনি অথবা আপনার কমিউনিটি আক্রান্ত হবে না। খেলাধুলা, কনসার্ট এবং গণজমায়েত এড়িয়ে চললে কিছুটা হলেও ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা সম্ভব। আইসোলেশন, পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা কার্যকরের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সব রাষ্ট্রকে।
ভাইরাস ঠেকাতে ইন্দোনেশিয়ায় দক্ষিণ সুলাওয়েসিতে বন্ধ করা হয়েছে তাবলীগ জামাতের ইজতিমা। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৯ হাজার মুসল্লিকে। ইজতিমায় অংশ নেয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিসহ ৯ দেশের ৪১১ জন নাগরিক।
নিজ দেশের নাগরিক ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ