Sobujbangla.com | করোনা সন্দেহে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ: আইইডিসিআর উল্লেখ্য, (০১৯৪৪৩৩৩২২২-এই নম্বরে ফোন দিলে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

করোনা সন্দেহে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ: আইইডিসিআর উল্লেখ্য, (০১৯৪৪৩৩৩২২২-এই নম্বরে ফোন দিলে

  |  ২০:২৯, মার্চ ১৬, ২০২০

করোনাভাইরাসের নমুন পরীক্ষার জন্য এখন আর স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করার দরকার নেই। তাদের হটলাইনে ফোন দিলেই তারাই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।
সোমবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অধ্যাপক ফ্লোরা বলেন, আমাদের এখানে ১৭টি হটলাইন রয়েছে। সেখানে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব। আমাদের হটলাইনে যারা কল রিসিভ করছে তারা সবাই ডাক্তার। তারা বুঝতে পারবে নমুনা নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি দরকার পরে আমরা সেখানে লোক পাঠাবো।
উল্লেখ্য, (০১৯৪৪৩৩৩২২২-এই নম্বরে ফোন দিলে হানটিং হিসেবে যে নম্বরটি ফ্রি থাকবে সেটিতে কল চলে যাবে)
ডা: ফ্লোরা বলেন, সচেতনতার জন্য অত্যাবশ্যক না হলে সমাবেশ বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়।
এদিকে দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন।
ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ দেশে নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন আগে অসুস্থ হওয়া পরিবারের সদস্য। নতুন আক্রান্তের দুজন লোকাল (প্রবাসী নন)।

এ বিভাগের অন্যান্য সংবাদ