করোনা সন্দেহে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ: আইইডিসিআর উল্লেখ্য, (০১৯৪৪৩৩৩২২২-এই নম্বরে ফোন দিলে
করোনাভাইরাসের নমুন পরীক্ষার জন্য এখন আর স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করার দরকার নেই। তাদের হটলাইনে ফোন দিলেই তারাই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।
সোমবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অধ্যাপক ফ্লোরা বলেন, আমাদের এখানে ১৭টি হটলাইন রয়েছে। সেখানে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব। আমাদের হটলাইনে যারা কল রিসিভ করছে তারা সবাই ডাক্তার। তারা বুঝতে পারবে নমুনা নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি দরকার পরে আমরা সেখানে লোক পাঠাবো।
উল্লেখ্য, (০১৯৪৪৩৩৩২২২-এই নম্বরে ফোন দিলে হানটিং হিসেবে যে নম্বরটি ফ্রি থাকবে সেটিতে কল চলে যাবে)
ডা: ফ্লোরা বলেন, সচেতনতার জন্য অত্যাবশ্যক না হলে সমাবেশ বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়।
এদিকে দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন।
ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের নমুনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ দেশে নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন আগে অসুস্থ হওয়া পরিবারের সদস্য। নতুন আক্রান্তের দুজন লোকাল (প্রবাসী নন)।