কুড়িগ্রামের ডিসিসহ ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
বাড়ি থেকে তুলে নিয়ে সাংবাদিককে এক বছরের কারাদণ্ড। পরে দেশজুড়ে সমালোচনার মুখে কারাগার থেকে মুক্ত। কুড়িগ্রামের এই ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সরিয়ে নেয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে, আরও তিন ম্যাজিস্ট্রেটকে। আর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিম।
গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেয় জেলা প্রশাসন। ঘরে কোনো তল্লাশি চালানো না হলেও পরে ডিসি অফিসে নেয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
এতে সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। রোববার দুপুরে কারাগার থেকে ছাড়া পান আরিফুল ইসলাম।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে এই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে।
সোমবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ডিসির সাথে সরিয়ে নেয়া হয়েছে আরও তিন ম্যাজিস্ট্রেটকে।
ব্যক্তিগত আক্রোশে নির্যাতন ও সাজার ঘটনায় ডিসির বিরুদ্ধে বিভাগীয় মামলার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম।
আর বিচার দাবিতে বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আরিফুল ইসলামের বক্তব্য শুনতে আগামী সোমবার তাকে তলব করেছেন হাইকোর্ট।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 