Sobujbangla.com | সংক্রমণ ঠেকাতে সার্ক দেশগুলো মিলে একটি স্বাস্থ্য সংস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সংক্রমণ ঠেকাতে সার্ক দেশগুলো মিলে একটি স্বাস্থ্য সংস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  |  ২১:০৯, মার্চ ১৫, ২০২০

বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় দীর্ঘ বিরতির পর এক হয়েছেন সার্ক নেতারা। একমত হয়েছেন এক সাথে কাজ করার। সংক্রমণ ঠেকাতে সার্ক দেশগুলো মিলে একটি স্বাস্থ্য সংস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব যখন করোনা ভাইরাসের কড়াল গ্রাসে আক্রান্ত, সেই মুহুর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির আহ্বানে ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের রাষ্টপ্রধানরা।
রোববার ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অজানা এমনসব দুর্যোগে সবাইকে এক সাথে কাজ করতে হবে তবেই আসবে সফলতা। আর ভারত নিজে ১০ বিলিয়ন ডলার দিয়ে ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দুর্যোগ মোকবেলায় সার্ক স্বাস্থ্য সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এ ধরনের বৈশ্বিক সমস্যা মোকাবেলায় সবসময়ই পাশে থাকবে।
এসময় সার্কভুক্ত অন্যান্য দেশ গুলোর নেতারাও একমত হন করোনার মতো মহামারিসহ অন্যান্য সমস্যা মোকাবেলায় এক সাথে কাজ করতে।
সমসাময়িক ও ভবিষ্যৎ সমস্যা মোকাবেলায় সার্ক নেতারা প্রয়োজনে আবারো এ ধরনের আলোচনায় যোগ দেবেন বলেও জানান তারা।
এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জাফর মির্জা।

এ বিভাগের অন্যান্য সংবাদ