সংক্রমণ ঠেকাতে সার্ক দেশগুলো মিলে একটি স্বাস্থ্য সংস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় দীর্ঘ বিরতির পর এক হয়েছেন সার্ক নেতারা। একমত হয়েছেন এক সাথে কাজ করার। সংক্রমণ ঠেকাতে সার্ক দেশগুলো মিলে একটি স্বাস্থ্য সংস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব যখন করোনা ভাইরাসের কড়াল গ্রাসে আক্রান্ত, সেই মুহুর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির আহ্বানে ভিডিও কনফারেন্সে সার্কভুক্ত দেশের রাষ্টপ্রধানরা।
রোববার ভিডিও কনফারেন্সে সূচনা বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অজানা এমনসব দুর্যোগে সবাইকে এক সাথে কাজ করতে হবে তবেই আসবে সফলতা। আর ভারত নিজে ১০ বিলিয়ন ডলার দিয়ে ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন দুর্যোগ মোকবেলায় সার্ক স্বাস্থ্য সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এ ধরনের বৈশ্বিক সমস্যা মোকাবেলায় সবসময়ই পাশে থাকবে।
এসময় সার্কভুক্ত অন্যান্য দেশ গুলোর নেতারাও একমত হন করোনার মতো মহামারিসহ অন্যান্য সমস্যা মোকাবেলায় এক সাথে কাজ করতে।
সমসাময়িক ও ভবিষ্যৎ সমস্যা মোকাবেলায় সার্ক নেতারা প্রয়োজনে আবারো এ ধরনের আলোচনায় যোগ দেবেন বলেও জানান তারা।
এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জাফর মির্জা।