রৌমারীতে দরিদ্র মানুষের আইনগত সহায়তা বিষয়ে মতবিনিময় সভা
কুড়িগ্রামের রৌমারীতে শুক্রবার (১৩ মার্চ) লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের সঙ্গে ব্রহ্মপুত্র নদ দ্বারা সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের উপজেলা রৌমারী ও রাজিবপুরের অসহায় ও দরিদ্র মানুষদের আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো প্রত্যন্ত এই অঞ্চলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর সাথে মতবিনিময়ের জন্য এই সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
সকালে রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুমার যিঞ্চু, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান উপস্থিত ছিলেন। পাশাপাশি মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণসহ অন্যান্য জনপ্রতিনিধি ও কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন এই এলাকায় জনগণের সুবিধার্থে চৌকি আদালত এবং ময়নাতদন্তের ব্যবস্থা করার দাবি জানান।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 