সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহ ‘আত্মহত্যা করেছেন’। এই প্রতিবেদনকে ‘মনগড়া’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে সালমান শাহ ‘হত্যার’ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় চৌহাট্টাস্থ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করে ‘সালমান শাহ ঐক্যজোট’। মানববন্ধনে সালমান শাহের মামা ও জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর কুমকুম সভাপতিত্বে করেন। জোটের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল আম্বিয়া ও রেজুওয়ান হোসাইনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী ফক্কু চৌধুরী, বক্তব্য রাখেন ঢাকা থেকে আসা জোটের সিনিয়র সদস্য মাহমুদ ইকবাল, রাজ মোহাম্মদ মেঘনা, সাজিদ হাসান কামাল। বক্তারা বলেন, ‘অবিলম্বে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদন প্রত্যাহার করতে হবে। সালমান শাহর হত্যার সঠিক ও সুষ্ঠু বিচার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ জোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কবি এস.পি সেবুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন লেখিকা কবি নিলুফা ইয়াসমিন নিলু, দিদারুল আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ লোকমান আলী, স্বপ্ন বাংলা পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আবু বক্কর রুনু তালুকদার, পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন, জোটের সদস্য শাহিন শাহ, সৈয়দ মোস্তাক, জোটের ওসমানী নগর শাখার আহ্বায়ক সালমান কবির, রানা ইসলাম, শিরুপা বেগম প্রমুখ। প্রসঙ্গত, সালমান শাহ ‘হত্যার’ বিচার চেয়ে এর আগেও বিভিন্ন সময়ে সিলেটের রাজপথে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 