মুজিববর্ষে ডিজিটাল সেবা ভোগ করবে ৯ কোটি মানুষ : পলক
দেশের প্রথম ‘ডিজিটাল’ হাসপাতালে পরিণত হচ্ছে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতালে চালু করা হচ্ছে ‘হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম’। এর মাধ্যমে রোগীদের রোগের যাবতীয় তথ্যের ডাটাবেজ থাকবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে; সহজ হবে চিকিৎসাসেবা প্রদান। এ কাজে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয় হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটকে স্মার্ট সিটি করতে ‘ডিজিটাল সিলেট সিটি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এই প্রকল্পের আওতায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে হাসপাতালে আগত সকল রোগীর ই-হেলথ রেকর্ড থাকবে। রোগীর সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত হবে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে জানান, কোনো রোগীকে হাসপাতালে কী কারণে কোন ঔষধ প্রদান করা হয়েছিল, তাকে কোন কোন মেডিকেল পরীক্ষা করাতে হয়েছিল এসব তথ্য সংরক্ষণ করা হবে ডাটাবেজে। ওই রোগী যদি পরবর্তীতে হাসপাতালে আসেন, তবে ডাটাবেজ থেকে তার পূর্বের রোগের সমস্ত তথ্য সহজেই পাওয়া যাবে। ফলে চিকিৎসকের পক্ষে সঠিক সেবা প্রদান সহজতর হবে।
হাসপাতাল সূত্র জানায়, ওই সিস্টেমের আওতায় শুধুমাত্র রোগীদের বিষয়টিই (প্যাশেন্ট ম্যানেজমেন্ট) নয়, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়গুলোও চালু থাকবে। এছাড়া টেলিমেডিসিন সেবা কার্যক্রমও চালু হবে। যার মাধ্যমে ফোনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন যে কেউ।
হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে জানান, অটোমেশন সিস্টেম বাস্তবায়নের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষক একটি প্রজেক্ট পেপার তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করার কাজ চলছে। আগামী জুন নাগাদ কাজ শুরু হতে পারে। এ কাজের তত্ত্বাবধান করছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এক প্রশ্নের জবাবে হিমাংশু লাল রায় বলেন, ‘প্রাথমিক অবস্থায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রয়োজনে এটা বাড়তেও পারে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 