এক চোরাচালান কারবারিকে আটক করেছে বিজিবি
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবি টহল দল ৯ টি সোনার বারসহ মিলন মিয়া নামে এক চোরাচালানকারীকে আটক করেছে।
বিজিবি জানায়, ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাংগা বিওপির কমান্ডার হাবিলদার মো,শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রওশনের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ৫৬,০৭,৩৭৫/- (ছাপ্পান্ন লক্ষ সাত হাজার তিনশত পঁচাত্তর) টাকা মূল্যের ১ কেজি ১৪৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম (০৯টি সোনার বার) সোনার বারসহ মো. মিলন মিয়াকে (২৮) আটক করে।
আটক মিলন কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মো,ওহাব আলীর ছেলে। আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার সোনার বারসহ এক চোরাচালানকারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 