বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়।
ক্ষণগণনার মূল অনুষ্ঠান হয় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড)।
প্রধানমন্ত্রী যখন ক্ষণগণনা ও লোগো উন্মোচন করেন তখন তার পাশে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা ও নাতি সজীব ওয়াজেদ জয়। লোগে তুলে দেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও কামাল আবদুল নাসের চৌধুরী।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটি ফুটিয়ে তুলতে অবতরণ করা হয়েছে প্রতীকি বিমান। রূপক আলোকবর্তিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানানো হয়েছে।
জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু।
এছাড়া বিভিন্ন জেলায় প্রায় প্রস্তুত আজকের অনুষ্ঠানের জন্যও। খুলনা, বরিশাল, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিশু ও মুক্তিযোদ্ধাসহ হাজারো কণ্ঠে উচ্চারিত হয় ৭ মার্চের ভাষণ।
সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে। এছাড়া এলইডি স্ক্রিনে দেখানো হবে, বঙ্গবন্ধুর জীবনী ও ইতিহাস সম্পর্কিত প্রামাণ্যচিত্র।
আগামী ১৭-ই মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হবে, মুজিববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক যাত্রা। যা চলবে, ২০২১ সালের ১৭-ই মার্চ পর্যন্ত।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 