Sobujbangla.com | রাষ্ট্রপতি বলেছেন সরকার সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে, ঐক্য মত থাকলে আরো এগিয়ে যাবে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

রাষ্ট্রপতি বলেছেন সরকার সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে, ঐক্য মত থাকলে আরো এগিয়ে যাবে

  |  ১৮:৪৮, জানুয়ারি ০৯, ২০২০

ঐকমত্য ছাড়া সমৃদ্ধি স্থায়ী রূপ পাবে না। একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশনে একথা বলেছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এসময় তিনি দুর্নীতি, সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে, সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি তার ভাষণে আরো বলেন, আশাতীত অর্থনৈতিক উন্নয়ন ও সন্ত্রাস-দুর্নীতি দমনে সরকার সফল হয়েছে। তাই জনমনে স্বস্তি বিরাজ করছে।
একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। রীতি অনুযায়ী বৃহস্পতিবার বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বলেন, অর্থনৈতিক উন্নয়নে আশাতীত সাফল্য পেয়েছে সরকার।
আব্দুল হামিদ বলেন সন্ত্রাস, দুনীতি দমনে সাফল্য অর্জিত হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাক্সক্ষার সফল বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সংশ্লিষ্ট সকলকে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাই।
রাষ্ট্রপতি তার ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য ও অবকাঠামোসহ সব ক্ষেত্রে সরকারের সাফল্যগাথা তুলে ধরেন। বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে দায়িত্বশীল হতে হবে বিরোধী দলকে।
রাষ্ট্রপতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং সমাজের সকল স্তরে জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে সরকার নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনসহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হবে।
রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মূলতবি করেন স্পিকার। এই অধিবেশন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ