আমেরিকার মুখে ‘চড় মেরেছি’: খামেনি
ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে তারা আমেরিকার ‘মুখে চপেটাঘাত’ করেছেন। গতরাতে আমরা তাদের মুখে চড় মেরেছি, ১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার রাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ছুঁড়েছে ইরান। এতে অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি দেশটির। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরণের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া। ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে খামেনি বলেন, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে সেটির বিরুদ্ধে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে ইরানের। কাসেম সোলেইমানির শহীদ হবার ঘটনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিপ্লব কতটা জীবন্ত।