Sobujbangla.com | দেশাবাসীকে প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখার আহ্বান
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দেশাবাসীকে প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখার আহ্বান

  |  ১৬:৩৬, জানুয়ারি ০৭, ২০২০

দেশাবাসীকে তার ওপর ভরসা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহবান জানান তিনি। আর সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, যাদের অবৈধ সম্পদ রয়েছে, তাদের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
টানা তৃতীয়বার সরকার গঠনের বছর পূর্তিতে জাতির উদ্দ্যেশে দেয়া ভাষণে সরকার প্রধান বলেন, গেল এক বছর শতভাগ সফল না হলেও ত্রুটি ছিলো না চেষ্টায়।
প্রায় ত্রিশ মিনিটের এই ভাষণে প্রধানমন্ত্রী সরকারের নানা উন্নয়ন কার্মকাণ্ড তুলে ধরে বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হারসহ নানা খাতের উন্নয়ন সূচকে বাংলাদেশ উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষকে ঘিরেই আমার সকল কার্যক্রম। আপনাদের ওপর আমার পূর্ণ আস্থা রাখি। বাংলাদেশের মানুষ অসাধারণ পরিশ্রমী এবং উদ্ভাবন ক্ষমতাসম্পন্ন। যেকোনো পরিস্থিতির সঙ্গে তারা নিজেদের মানিয়ে নিতে সক্ষম। অল্পতেই সন্তুষ্ট এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন এসব মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তার কন্যা হিসেবে আমার জীবনেরও একমাত্র লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। আমার ওপর ভরসা রাখুন। আমি আপনাদেরই একজন হয়ে থাকতে চাই।
ডেঙ্গু আতঙ্ক আর পেঁয়াজের দাম বৃদ্ধিসহ নাগরিক জীবনের নানা সমস্যার কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। রোহিঙ্গা সমস্যার মতো বৈশ্বিক সমস্যা সমাধানেও আশাবাদী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তার রোধে আমাদের পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছে। দেশবাসী এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি বলেন, বাংলাদেশ তার প্রতিবেশী দেশসমূহ এবং বহির্বিশ্বের সঙ্গে সব সময়ই সুসম্পর্ক বজায় রেখে চলার নীতিতে বিশ্বাসী। জাতির পিতা প্রণীত পররাষ্ট্র নীতির সারকথা, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এর ভিত্তিতেই আমাদের পথচলা। বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে আমরা সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আলোচনার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করতে চাই। এটি আমাদের দুর্বলতা নয়, কৌশল।
দলমত নির্বিশেষে সোনার বাংলা গড়তে সবাইকে নতুন করে শপথ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ