উত্তাল ভারত, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ আটক

ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ থেকে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, ৬১ বছরের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বেঙ্গালুরুর টাউন হলে একটি প্রতিবাদ সভায় যোগ দেন। তখন সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারের মাঝেই টানতে টানতে তাকে নিয়ে যায় পুলিশ।
শুধু রামচন্দ্রই নন, এ দিন দিল্লিতে লালকেল্লা্র সামনে থেকে আটক করা হয়েছে স্বরাজ ভারতের সর্বভারতীয় সম্পাদক যোগেন্দ্র যাদবকেও। ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন দেশের বিশিষ্টজনেরা। টুইটারে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
দেশটির অন্যান্য এলাকার মতো বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুতেও ১৪৪ ধারা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা ভেঙে পরদিন সকালে বিক্ষোভে নামে জনতা।
সংবাদমাধ্যমকে রামচন্দ্র বলেন, ‘সংবিধান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলার সময় আমাকে আটক করে পুলিশ। আমার হাতে গান্ধীজির একটা প্ল্যাকার্ড ছিল। দেশে কি স্বৈরতন্ত্র চলছে?
তিনি বলেন, ‘পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। আমরা একটি বৈষম্যমূলক আইনের বিরোধিতা ছিলাম শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলা মেনে। দেখুন সকলেই প্রতিবাদ করছেন শান্তিপূর্ণভাবে। আপনারা কি কোনও সহিংসতা দেখতে পাচ্ছেন?
এদিকে বেঙ্গালুরু ছাড়াও দিল্লি ও হায়দরাবাদেও তুমুল বিক্ষোভ হয়েছে। সেখানেও ১৪৪ ধারা ভেঙে মানুষ রাস্তায় নেমে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তাল রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, মুম্বই, কর্নাটক-সহ সহ দেশের বহু শহর।
প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবার থেকে টানা বিক্ষোভ চলছে ভারতজুড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনতার সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এর মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে দেশটিতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।