দিল্লিতে ‘ভারত বাঁচাও’ সমাবেশ, উত্তাল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের হাওড়া, মুর্শিদাবাদসহ কয়েকটি জায়গায় গণপরিবহনে ভাংচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের সাথে সংঘর্ষও হয়েছে। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দিল্লির রামলীলা ময়দানে, ‘ভারত বাঁচাও’ সমাবেশ করেছে কংগ্রেস। তবে বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, নতুন আইনের ফলে উত্তর-পূর্ব রাজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো। নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে পশ্চিমবঙ্গে।
মুর্শিদাবাদে বেশ কয়েকটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেয়া হয় বাস-ট্রাকসহ বিভিন্ন গণপরিবহন। আগুন দেয়া হয়েছে হাওড়া রেলস্টেশনে। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কলকাতা, মালদহ, বীরভূমসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে।
সহিংস বিক্ষোভের জেরে বন্ধ থাকে বেশিরভাগ জায়গায় রেল চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পশ্চিমবঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন কিংবা এনআরসি কোনেটাই কার্যকর হতে দেবে না তার দল।
নাগাল্যান্ডে বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে চলে আধাবেলার হরতাল। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। সহিংতা কিছুটা কমলেও থমথমে পরিস্থিতি আসামে। শিথিল করা হয়েছে কারফিউ।
দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও সমাবেশে নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতারা।
ঝাড়খান্ডে সমাবেশে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নাগরিকত্ব আইনের ফলে উত্তর-পূর্ব রাজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কংগ্রেসের বিরুদ্ধে সহিংসতায় উস্কানিরও অভিযোগ করেন তিনি।
চলমান আন্দোলন পরিস্থিতিতে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী। নিজ নাগরিকদের উত্তর-পূর্বাঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ও ফ্রান্স।