বয়কট নয়, ব্যস্ততার কারণে ভারত যাননি দুই মন্ত্রী: কাদের

রাষ্ট্রীয় ব্যস্ততার কারণেই ভারত সফরে যাননি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে, প্রত্যাগত আওয়ামী ফোরামের ১ম সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বয়কটের কোনো ঘটনা ঘটেনি। ভারতের সাথে কোনো সমস্যা হলে, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ভারত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। দেশটির পার্লামেন্টে কিছু পাশ হলে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখে ২৯টি জেলা সম্মেলনের কাজ শেষ হয়েছে। কুমিল্লা ছাড়া, সব জেলাতে সম্মেলনস্থলেই কমিটি দেয়া হয়েছে।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাঙালি চার নারীর জয়ের সংবাদকে বিজয়ের মাসের বড় খুশির খবর বলেন ওবায়দুল কাদের। তাদের অভিনন্দনও জানান তিনি।