দুর্নীতি বিরোধী অভিযানে ভালো ফল আসছে: প্রধানমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের মতোই দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে আবারো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিকে, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হেবরনে একটি সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন
ন্যাম সম্মেলনে যোগদান করতে আজারবাইজানে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এসময় প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের মতোই দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এসবে জড়িত যেই হোক ছাড় দেয়া হবে না।
এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক
সম্পর্ক জোরদারে সহযোগিতা চুক্তি সই হয়। দু’দেশের মধ্যে এটাই প্রথম কোনো চুক্তি। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট
ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, কংগ্রেস সেন্টারে নেপালের
প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। এসময় যোগাযোগ, বন্দর ব্যবহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং
বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যকার আন্তঃযোগাযোগ ইস্যু ‘বিআইবিএন’
নিয়ে আলোচনা হয়। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
নামে হেবরনে একটি সড়কের নামকরণ করবে ফিলিস্তিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে
বৈঠকে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।