এক জনসভায় মোদী বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে একই দল পরপর দু’বার ক্ষমতায় এসেছে। যা বিজেপি জোটের জন্য বড় পাওয়া।

ভারতের মহারাষ্ট্র এবং হরিয়ানা রাজ্যের সাধারণ নির্বাচনে জয় পেলেও পূর্ব ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি-শিবসেনার জোট। তারপরও এ জয়ে নিজের দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানায় এক জনসভায় মোদী বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে একই দল পরপর দু’বার ক্ষমতায় এসেছে। যা বিজেপি জোটের জন্য বড় পাওয়া।
মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ও শিবসেনা পেয়েছে ১৬১টি ও কংগ্রেস জোট পেয়েছে ১০৩টি। এতে দেখা যায়, গেলবারের তুলনায় ২৪টি আসন কম পেয়েছে বিজেপি জোট। বিপরীতে ১৮টি আসন বেশি পেয়েছে কংগ্রেস জোট। অন্যদিকে, হরিয়ানার ফলাফলে ক্ষমতায় ফেরার আশা দেখছে কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে ৪০ আসনে বিজেপি জয় পেলেও কংগ্রেস জোটের আরেক শরিক জেজেপি পেয়েছে ৩১টি আসন।