Sobujbangla.com | এক জনসভায় মোদী বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে একই দল পরপর দু’বার ক্ষমতায় এসেছে। যা বিজেপি জোটের জন্য বড় পাওয়া।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

এক জনসভায় মোদী বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে একই দল পরপর দু’বার ক্ষমতায় এসেছে। যা বিজেপি জোটের জন্য বড় পাওয়া।

  |  ১৪:৫৩, অক্টোবর ২৫, ২০১৯

ভারতের মহারাষ্ট্র এবং হরিয়ানা রাজ্যের সাধারণ নির্বাচনে জয় পেলেও পূর্ব ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি-শিবসেনার জোট। তারপরও এ জয়ে নিজের দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানায় এক জনসভায় মোদী বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে একই দল পরপর দু’বার ক্ষমতায় এসেছে। যা বিজেপি জোটের জন্য বড় পাওয়া।
মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ও শিবসেনা পেয়েছে ১৬১টি ও কংগ্রেস জোট পেয়েছে ১০৩টি। এতে দেখা যায়, গেলবারের তুলনায় ২৪টি আসন কম পেয়েছে বিজেপি জোট। বিপরীতে ১৮টি আসন বেশি পেয়েছে কংগ্রেস জোট। অন্যদিকে, হরিয়ানার ফলাফলে ক্ষমতায় ফেরার আশা দেখছে কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে ৪০ আসনে বিজেপি জয় পেলেও কংগ্রেস জোটের আরেক শরিক জেজেপি পেয়েছে ৩১টি আসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ