ন্যাম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮তম ন্যাম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকুর প্লেনারি কংগ্রেস সেন্টারে এই সম্মেলন হবে। এরপর আজারবাইজানের রাষ্ট্রপতির অভ্যর্থনায় অংশ নেবেন তিনি। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার আজারবাইজানের বাকু পৌঁছান প্রধানমন্ত্রী।
শনিবার সম্মেলনের সাধারণ আলোচনায় অংশ নেবেন তিনি। ওই দিনই বিকেলে অংশ নেবেন সমাপনী অনুষ্ঠানে। বাংলাদেশ রাষ্ট্রদূতের আমন্ত্রণে রাতে যোগ দেবেন নৈশভোজে।
রোববার ঢাকার উদ্দেশ্যে আজারবাইজান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার কিছু পর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বিকেলে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।