কম দামের আইফোন
প্রকাশিত হয়েছে | ১৯:০৭, অক্টোবর ১৪, ২০১৯

মোবাইল ফোনের বাজারে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোনের জুড়ি নেই। তবে পছন্দের শীর্ষে থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই এই ফোনটি ব্যবহার করতে পারেন না। গ্রাহকদের এই বিষয়টি মাথায় রেখে এবার কম দামের আইফোন আনছে অ্যাপল।
কম দামে বাজারজাত করার জন্য অ্যাপল নতুন এটি আইফোন আনছে। এটি মডেল নং ‘আইফোন এসই ২’।
অ্যাপলের বিশ্লেষক মিং চি কুয়োর মতে, ‘আইফোন এসই ২’ মডেলের আইফোনের বাজারমূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকায় মিলবে ফোনটি।
আগামী বছরেই প্রথম দিকেই কম দামের আইফোনটি অ্যাপল বাজারে ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ