জাপার সংকট অভ্যন্তরীণ, আ.লীগ কারো পক্ষ নেবে না: কাদের
জাতীয় পার্টির টানাপড়েনে আওয়ামী লীগের কিছু করার নেই। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের দলের মধ্যে আওয়ামী লীগ কারো পক্ষ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ বলে ঘোষণা দিয়েছে যুবলীগ। এ উপলক্ষে মাসব্যাপী উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের উত্তরসূরি জাপা (জাতীয় পার্টি ) অভ্যন্তরীণ বিবাদে আছে, এটা তাদের ব্যাপার। জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। আওয়ামী লীগে রংপুর ৩ আসনে নির্বাচনের প্রস্তুতি চলছে। রংপুর ৩ আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১৬ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। আগামীকাল প্রার্থীর নাম প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, রাজনীতি মানে অস্ত্রবাজি নয়, শিক্ষাগ্রহণ করে জনসেবা করা। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতিকরা ভাবে পরবর্তী নির্বাচনে কী হবে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী জেনারেশনের কী হবে।
বিএনপি নিজ অপকর্মে জর্জরিত হয়ে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, তাই তারা নালিশের মাধ্যমে টিকে থাকতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, শুধু দল বা দেশের নয়- বিশ্বের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল ও দেশের জন্য যেসব উন্নয়ন কাজ করছেন তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, আজ আইএমএফও বলছে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮.২ হয়েছে, আগামীতে আরো বাড়বে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, কর্মীর জন্য শেখ হাসিনা কতটা নিবেদিত তা আমার অসুস্থতার সময়ে দেখেছেন। প্রতিটি মানুষের জন্য তিনি এমনই নিবেদিত। শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।
আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট। উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 