মালিবাগে উবার চালক মিলন হত্যার লোমহর্ষক বর্ণনা
অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের চালক মো. মিলনকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঘাতক নুরউদ্দিন সুমন। গত ২ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর কাছে জবানবন্দিতে তাকে হত্যার বর্ণনা দেন ঘাতক নুরউদ্দিন।
বর্ণনায় নুরউদ্দিন জানায়, মিলনকে হত্যার পর তার মোটরসাইকেলটি নিয়ে ফ্লাইওভার থেকে নেমে মালিবাগ বাজারে যায় ঘাতক মো. নুরউদ্দিন। বাজারে বসেই চা খায় সে। এরপর মালিবাগের একটি নির্মাণাধীন ভবনে মোটরসাইকেলটি লুকিয়ে রাখে সে।
গত ২৬ আগস্ট রাত আড়াইটার দিকে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপরে চালক মিলনকে গলা কেটে হত্যা করা সে। এরপর থেকেই পলাতক ছিল যাত্রীবেশী ঘাতক নুরুউদ্দিন সুমন। তবে গত ১ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে মালিবাগ এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিম গ্রেফতার করে নুরুউদ্দিনকে। আর ২ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। এরপর আদালতে পেশ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
নুরউদ্দিনের দেয়া জবানবন্দি থেকে জানা যায়, তার বাড়ি নোয়াখালী। রাজধানীর শাহবাগ থেকে ফুল নিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করতো সে। গত ২৬ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হয়ে মালিবাগস্থ আবুল হোটেলের সামনে যায় নুরুদ্দিন। সেখান থেকে গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা চুক্তিতে উবার চালকের মোটরসাইকেলে চড়ে সে। যে মোটরসাইকেলটির চালক ছিলেন নিহত মো. মিলন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 