বাংলাদেশে আইএস-এর কোন অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার রাতে রাজধানীর সাইন্সল্যাবে পুলিশের ওপর বোমা হামলার দায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস স্বীকার করেছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে, বাংলাদেশে আইএস-এর কোন অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আগস্ট মাস আসলে জঙ্গি সক্রিয় হয় বাংলাদেশে। আমরা জঙ্গি অবদমন করতে পেরেছি। কিন্ত জঙ্গি পুরোপুরি নিমূল হয়নি। আগস্ট মাসের শেষ দিনে জঙ্গিরা একটি বোমা ফুটিয়ে জানান দেয়ার চেস্টা করেছে। তারা এখনো নিমূল হয়নি।
তিনি বলেন, বাংলাদেশে একটি বোমা ফুটবে, সেটা আইএস। এই যে আইএস দাবি করা। এটা কিভাবে কোথার থেকে দাবি করা হয়, আমার জানা নেই। তবে এখানে আইএসের কোন অস্তিত্ব নেই।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পুলিশের উপর শনিবারের হামলা কোন জঙ্গী সংগঠনের বড় হামলার পরীক্ষামূলক আক্রমন হতে পারে।
কাদের বলেন, তারা দূবল হয়ে গেছে, নিচিহ্ন হয়ে গেছে এটা ভাবার কোন কারণ নেই। হতে পারে ছোট খাটো ঘটনা দিয়ে, তারা এটাকে দিয়ে টেস্টা ইউজ করতে চায়। বড় ধরণের কোন হামলা করার জন্য। এটা তার পূব পরিস্থিতি হতে পারে।
দেশে আইএস এর কার্যক্রম রয়েছে কিনা কিংবা আইএস এর নাম ব্যবহার করে জঙ্গীরা অপপ্রচার করছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 