ডিএমপি কমিশনার মনে করেন, সায়েন্সল্যাবে হামলা পুলিশকে উদ্দেশ্য করেই
রাজধানীর সায়েন্সল্যাবে, স্থানীয় সরকার মন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার ঘটনায়, নিউমার্কেট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশকে উদ্দেশ্য করেই এই হামলা বলে মনে করেন ডিএমপি কমিশনার।
শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর ব্যস্ততম এলাকা সাইন্সল্যাব মোড় দিয়ে যাচ্ছিলো, স্থানীয় সরকার মন্ত্রীর গাড়ি। তবে, সেসময় ওই সড়কে যানজট থাকায়; তা নিরসনে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের সহায়তা চান, মন্ত্রীর সঙ্গে থাকা এক পুলিশ সদস্য। কিন্তু, হঠাৎই ওই জায়গায় বোমা হামলা হয়। আহত হন পুলিশের ২ সদস্য। তাদের নেয়া হয় ঢাকা মেডিকেলে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপি জানান, আক্রমণের লক্ষবস্তু এখনো নিশ্চিত নয়।
ডিএমপি কমিশনার বলছেন, আইনশৃঙ্খলা বহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই এমন হামলা।
এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। এর আগে, গত ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তানে পুলিশ বক্সে হামলায় তিন সদস্য আহত হন। এছাড়া, ২৬ মে মালিবাগে পুলিশ ভ্যানে বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ জখম হন দুজন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছেন, রাজধানীর সায়েন্সল্যাবে বোমা হামলার ঘটনাটি নিছকই দুর্ঘটনা। গাজীপুরের কাশিমপুর কারাগারে, কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনি কুচকাওয়াজে যোগ দিয়ে, সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসামের নাগরিকপঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর সায়েন্সল্যাবে বোমা হামলার ঘটনায় স্থানীয় সরকারমন্ত্রী টার্গেট ছিলেন না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে জঙ্গিদের বড় ধরনের হামলার পরিকল্পনা থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 