Sobujbangla.com | দশম জাতীয় সংসদে অপচয় ১৬৪ কোটি টাকা: টিআইবির রিপোর্ট
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

দশম জাতীয় সংসদে অপচয় ১৬৪ কোটি টাকা: টিআইবির রিপোর্ট

  |  ১৭:২০, আগস্ট ২৮, ২০১৯

মাথা ব্যথার জন্য, মাথাই কেটে ফেলা হয়েছে. দশম জাতীয় সংসদে সত্যিকারের বিরোধী দল না থাকা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দশম জাতীয় সংসদ নিয়ে সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে, কথিত বিরোধী দল তাদের আত্ম-পরিচয় সংকট ও দ্বৈত অবস্থানের কারণে সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
অন্যতম বড় দল বিএনপির অংশগ্রহণ না থাকায় দশম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। বিরোধী দলের আসনে বসে, তাদেরই নির্বাচনী জোট শরিক জাতীয় পার্টি।
এই সংসদের ২৩টি অধিবেশনের ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।
প্রতিবেদনে বলা হয়, কথিত বিরোধী দল তাদের আত্ম-পরিচয় সংকট ও দ্বৈত অবস্থানের কারণে সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানায়, গত সংসদের সদস্যদের আচরণও ছিল বিব্রতকর ও হতাশাজনক। অনির্ধারিত আলোচনার জন্য বরাদ্দ সময়ের ১৬ ভাগ ব্যয় হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে কটূক্তি, সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষের বিরেুদ্ধে আক্রমণাত্মক ও অশ্লীল কথা বলে।
টিআইবির নির্বাহী পরিচালক জানান, বর্জনের সংস্কৃতি বন্ধ হলেও, দশম সংসদে কোরাম সংকট ছিল প্রতি কার্যদিবসে ২৮ মিনিট। কোরাম সংকটে অপচয় হয়েছে ১৬৪ কোটি টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ