Sobujbangla.com | হবিগঞ্জে ভারতীয় চা পাতা-মাদক জব্দ, গ্রেপ্তার ২
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

হবিগঞ্জে ভারতীয় চা পাতা-মাদক জব্দ, গ্রেপ্তার ২

  |  ১৬:৩৪, আগস্ট ১৮, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা থেকে ১ হাজার ৫০ কেজি ভারতীয় চা পাতা, ৪৭ বোতল মদ এবং ২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক বিক্রেতাকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাহেব মিয়া (৪৬) ও টেকেরঘাট গ্রামের হিরন মিয়ার ছেলে তাজুল হক (২৫)।
রোববার দুপুরে ও ভোরে পৃথক তিনটি অভিযানে এগুলো জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৫শ টাকা।
বিজিবি-৫৫ ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ, রোববার দুপুরে চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার রুহুল আমীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সাতছড়ি বিট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধপন্থায় আমদানি করা ১ হাজার ৫০ কেজি চা পাতা জব্দ করা হলেও চোরাকারবারীদের পাওয়া যায়নি। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
একইদিন দুপুরে চুনারুঘাটের বাল্লা সীমান্ত ফাঁড়ির হাবিলদার গোলাম মুর্শেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ সাহেব মিয়া ও তাজুল হককে গ্রেপ্তার করে। জব্দকরা মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
এর আগে ভোরে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা আভিযান পরিচালনা করেন রাবার বাগান এলাকায়। এ সময় ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এগুলোর আমুনানিক মূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।
মাদক ও চা পাতা জব্দের পর পৃথক মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া দুই মাদক বিক্রেতাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি’র অধিনায়ক।

এ বিভাগের অন্যান্য সংবাদ