আসামিদের সঙ্গে মিন্নির ফোনালাপের অডিও পুলিশের কাছে’
বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে জামিন দেননি উচ্চ আদালত। তবে আদালত জামিন প্রশ্নে রুল জারি করতে চাইলেও মিন্নির আইনজীবীরা রাজি হননি। পরে জামিন আবেদন ফেরত দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রিফাতকে হত্যার আগে ও পরে আসামিদের সঙ্গে মিন্নির ফোনালাপের অডিও রয়েছে পুলিশের কাছে।
বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে আসামি করার পর নাটকীয় মোড় নেয় এ মামলার তদন্ত কার্যক্রম। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সে। বিচারিক আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার(৮ আগস্ট) এক ঘণ্টা শুনানি শেষে উচ্চ আদালত জানান, মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেখে জামিন বিষয়ে কোনো আদেশ দিতে চান না তারা। তবে জামিন প্রশ্নে রুল দিতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা নিতে চাননি।
মিন্নির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, রুল জারি হলে জামিন অনেক সময়ের বিষয়।’
মিন্নির বাবার দাবি, উচ্চ আদালতেই ন্যায় বিচার পাবেন তারা।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, ‘উচ্চ মহলের সন্ত্রাসীদের বাঁচাতে আমার মেয়েকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমি সর্বস্তরের মানুষের কাছে বলতে চাই আপনারা দেখুন আমি বিচার চাই, আমার মেয়ের মুক্তি চাই।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, রিফাত হত্যার আগে ও পরে আসামিদের সঙ্গে একাধিবার কথা বলেছেন মিন্নি, যার ফোনালাপ রয়েছে পুলিশের কাছে।
গত ২৬ শে জুন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরিফকে। স্বামীকে বাচাতেঁ স্ত্রী মিন্নির প্রানান্তর চেষ্টা ব্যাপক আলোচিত হয়।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 