ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন অনথ্যায় দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আসছে ঈদুল আজহার আগেই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। অনথ্যায় দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় আপনাদের নিতে হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে চেতনা বাংলাদেশের উদ্যোগে ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় সেলিমা রহমান এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘মিথ্যা মামলায় কারাগারে থেকেই খালেদা জিয়া গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’
‘বাংলাদেশে বর্তমানে অস্থিরতা, গুম, খুন, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার চলছে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন মানুষ মারা গেলেও ক্ষমতাসীনদের কিছু যায় আসে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের কিছুই যায় আসে না। যার কারণে স্বাস্থ্যমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে মালয়েশিয়ায় প্রমোদ ভ্রমণে যান। কারণ মানুষের ভোটে নির্বাচিত না হওয়ায় এই সরকার জবাবদিহিতার সরকার না। তাই দেশে মৃত্যুর মিছিল হলেও তাদের কিছু মনে হয় না।’
সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান এখনও বেঁচে আছেন। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শত চেষ্টা করছে সরকার। কিন্তু এই শক্তি আজ ঘরে ঘরে জন্ম নিয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে কথা বলতে পারছে না। এই শক্তিকে আর দাবিয়ে রাখা যাবে না। সময় আসছে আন্দোলন হবে।’
চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমানের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 