ভুয়া নিয়োগপত্র দিয়ে আত্মসাত, গ্রেফতার ২
পাসপোর্ট অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ভুয়া চাকরিদাতাকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুলাই) র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ জুলাই) রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শাহআলী থেকে রাতে র্যাব-১১ এর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন, আবু জাহেদ নয়ন (২৮) ও মাহমুদুল হাসান ওরফে রনি (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, এমএলএসএসসহ বিভিন্ন পদে প্রায় ৫০ জন চাকরি প্রার্থীকে ভুয়া নিয়োগপত্র দিয়ে ৫৬ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় আবু জাহেদ নয়ন। বিশ্বাস অর্জনের জন্য ১০ জন প্রার্থীকে ১০টি ভুয়া নিয়োগপত্রও দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ জুন ভুয়া চিঠি নিয়ে প্রার্থীরা বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের জন্য গেলে জানতে পারেন, নিয়োগপত্রগুলো ভুয়া, জাল এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর কর্তৃক ইস্যু করা নয়। আবু জাহেদ নয়ন এই ভুয়া নিয়োগপত্রগুলো মাহমুদুল হাসান রনির মাধ্যমে তৈরি করে। প্রতারিত প্রার্থীরা সবাই নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা। র্যাব জানায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 