বুড়িগঙ্গার পাড় রক্ষায় গুড়িয়ে দেয়া হলো শতাধিক স্থাপনা
কেরানীগঞ্জে বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপের পঞ্চম দিন গুড়িয়ে দেয়া হয়েছে শতাধিক ছোট-বড় স্থাপনা। এছাড়া একটি পরিত্যক্ত জাহাজ ও মজুদ রাখা পাথর-বালু সিমেন্ট জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে ১৫ লাখ টাকায়। বিআইডব্লিউটিএ জানায়, সরকারের সিদ্ধান্ত না পাওয়ায় সরানো যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান ও ডকইয়ার্ড।
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর সীমানায় বিআইডাব্লিউটিএ এর জায়গায় গড়ে তোলা হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই নদীর তীর রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্কুলের নির্মানাধীন ভবন ছাড়াও ভেঙে গুড়িয়ে দেয়া হয় একাংশ।
অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ও ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক।
স্কুলের ভবন ছাড়া সেখানে কয়েকটি ভবন উচ্ছেদ করা হয়। এছাড়া একটি পরিত্যক্ত জাহাজ জব্দ করে নিলামে বিক্রি হয় ৯ লাখ টাকায়।
তবে কেরাণীগঞ্জে ডকইয়ার্ড উচ্ছেদ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, সরকারের সিদ্ধান্ত না পাওয়া সরানো যাচ্ছে না।
বুধবার (১০ জুলাই) সকালে বাদামতলি ঘাট থেকে অভিযান শুরু হয়। সেখানে একটি প্রতিষ্ঠানের পাথর, সিমেন্ট ও বালুর জব্দ করে ৬ লাখ টাকায় নিলামে বিক্রি হয়। অবৈধ ড্রেজারসহ প্রায় শতাধিক ছোট ছোট স্থাপনা ভেঙে দেয়া হয়। আটক করা হয় তিনজনকে।
চতুর্থ দফার শুরু হওয়া অভিযান চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 