দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পিটিএ চূড়ান্ত করবে ঢাকা-থিম্পু
বাংলাদেশ ও ভুটান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্ত করতে যাচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত সোনাম তোপদেন রাবগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং বিদ্যুৎ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে জোর দেন।
শেখ হাসিনা দুই দেশের মধ্যে যোগাযোগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন এবং জানান, বাংলাদেশের বিমান ও সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে ভুটান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে ভুটানের বিশেষ জায়গা রয়েছে। তারা ছিল ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ।
বিভিন্ন সময়ে ভুটান সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তিনি যখনই কোনো কারণে অন্য দেশে যান তখন তিনি সব সময়ই ভুটানের পরিবেশের কথা উল্লেখ করেন।
সোনাম তোপদেন রাবগে ঢাকায় দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন রাবগে। তিনি জানান যে এক লাখ টন পাথর শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে।
সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশে তিনি পহেলা বৈশাখ অনেক উপভোগ করেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 