গ্রিন লাইনকে ৪৫ লাখ টাকা দিতেই হবে, কমানোর সুযোগ নেই: হাইকোর্ট
বাসচাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে দিতেই হবে। তবে ৪৫ লাখ টাকা একসঙ্গে না দিয়ে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে পরিশোধ করতে বলেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (২৫ জুন) এ আদেশ দিয়েছেন।
আদালত বলেন, গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে জরিমানার কমানোর কোন সুযোগ নেই। বাকি ৪৫ লাখ টাকা রাসেলকে দিতেই হবে। গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ প্রতি মাসের ৭ তারিখে পাঁচ লাখ টাকা করে রাসেলকে দেবে। আর তা পরিশোধ করে সে বিষয়ে ওই মাসের ১৫ তারিখ আদালতকে তা জানাতে হবে।
এর আগে গত ৩১ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
গত ১০ এপ্রিল রাসেলকে আদালতের মাধ্যমে ৫ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। আর বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করতে এক মাস সময় দেন আদালত।
গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টে নির্দেশের পর পরে আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রিন লাইন কর্তৃপক্ষ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 