Sobujbangla.com | ২০২১ সাল থেকে বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা: ডা. দীপু মনি
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

২০২১ সাল থেকে বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা: ডা. দীপু মনি

  |  ২০:২১, জুন ২৩, ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২১ সাল থেকে দেশের সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটা বিষয় বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দু’টি ট্রেড থাকবে। দু’টির যে কোনো একটি ট্রেডে পারদর্শী হবে।
রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মাতৃভাষা ইনস্টিটিউটে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, যদি কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে তাহলে সে যেন বেকার না থাকে এ জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। এসডিজির ১৭টি লক্ষ্যের সবগুলোর সঙ্গই শিক্ষা জড়িত। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যেও এক ধরনের কড়াকড়ি আছে, সরকার এ কড়াকড়ি দূরীকরণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষা বাজেট আরও বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। আমাদের মনে রাখতে হবে-উন্নয়ন মানে পকেটভর্তি টাকা নয়; উন্নয়ন হলো জীবনযাত্রার উন্নয়ন এবং আইন মানার সংস্কৃতি তৈরি করা।
পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশ এসডিজি অর্জনে অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক অনেক এগিয়ে আছে। এসডিজি খুবই জটিল ও বহুমুখী। অনেক কিছু আমাদের সঙ্গে প্রাসঙ্গিকও না। আমাদের মতো করে এগিয়ে যেতে হবে। এমডিজি অর্জনে সাফল্যের দিক দিয়ে বাংলাদেশ প্রথম ১৬টি দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ এমডিজি অর্জনে ১০টি পুরস্কার পেয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে কর্মাশালায় আরও বক্তব্য দেন সাংবাদিক শ্যামল দত্ত, মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ