সংসদে শীর্ষ ঋণখেলাপিদের তালিকা দিলেন অর্থমন্ত্রী
অনিয়ম অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাত নিয়ে নানাবিধ সমালোচনার মুখে এবার সংসদের তিনশো শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী। শনিবার (২২ জুন) বিকেলে বাজেট আলোচনা শুরুর আগে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এই তালিকা দেয়া হয়। যাদের কাছে পাওনা প্রায় ৫১ হাজার কোটি টাকা। এদিকে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে ক্যাব বলেছে, খেলাপিদের কারণে ঝুঁকিতে পড়েছেন সাধারণ আমানতকারীরা।
অনিয়ম, অব্যস্থাপনা আর লাগামহীন খেলাপী ঋণের কারণে দীর্ঘদিন ধরেই সমালোচিত দেশের ব্যাংক ও আর্থিক খাত।
সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) প্রশ্নের জবাবে দেশের শীর্ষ তিনশো ঋণখেলাপির তালিকা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, এ তালিকায় শীর্ষ ১০ ঋণখেলাপির মধ্যে আছে, চট্টগ্রামের সামানাজ সুপার অয়েল (এক হাজার ৪৯ কোটি টাকা), গাজীপুরের গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং (৯৮৪ কোটি), ঢাকা সাভারের রিমেক্স ফুটওয়্যার (৯৭৬ কোটি), ঢাকার কোয়ান্টাম পাওয়ার সিস্টেম (৮২৮ কোটি), চট্টগ্রামের মাহিন এন্টারপ্রাইজ (৮২৫ কোটি), ঢাকার রূপালী কম্পোজিট (৭৯৮ কোটি), ঢাকার ক্রিসেন্ট লেদার ওয়্যার (৭৭৬ কোটি), চট্টগ্রামের এসএ অয়েল রিফাইনারি (৭০৭ কোটি), গাজীপুরের সুপ্রভ কম্পোজিট নিট (৬১০ কোটি), গ্রামীণ শক্তি (৬০১ কোটি)।
তিনি জানান, গত প্রায় ৩ বছরে ঋণখেলাপি বেড়েছে ৫৮ হাজার ৪৩৬ জন। এ সময়ে খেলাপি ঋণ বেড়েছে ৪৩ হাজার ২১০ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে মোট খেলাপি ১ লাখ ৭০ হাজার ৩৯০ জন। অর্থের পরিমাণ ১ লাখ ২ হাজার ৩১৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী আরও জানান, শীর্ষ যে তিনশো ঋণখেলাপির তালিকা দেয়া হয়েছে তাদের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা আছে ৫০ হাজার ৯৪২ কোটি টাকা।
এদিকে, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ভোক্তা অধিকার সংগঠনের (ক্যাব) সংবাদ সম্মেলনেও উঠে আসে ঋণখেলাপিদের বিষয়।
সংগঠনের সভাপতি গোলাম রহমান বলেন, ব্যাংকিং খাতে দুর্নীতি, অনিয়ম, ঋণ আদায়ে আইনি প্রতিবন্ধকতাসহ নানা অব্যবস্থাপনার কারণে খেলাপির সংখ্যা বাড়ছে। যাতে ঝুঁকি বাড়ছে আমানতকারীদের।
নতুন পদ্ধতিতে ভ্যাট আরোপের ফলে পণ্যের দাম বাড়ার আশংকাও করছে ক্যাব। ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোরও দাবি জানিয়েছে তারা।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 