Sobujbangla.com | উপজেলা নির্বাচনে অনিয়ম সহ্য করা হবে না: কবিতা খানম
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

উপজেলা নির্বাচনে অনিয়ম সহ্য করা হবে না: কবিতা খানম

  |  ২০:০১, জুন ১৪, ২০১৯

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘৫ম উপজেলা নির্বাচন অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।
শুক্রবার সিরাজগঞ্জের খামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন কবিতা খানম।
তিনি বলেন, ‘প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। আমরা চাইবো কোন ধরনের ইচ্ছাকৃত ত্রুটির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। এটাই আমাদের প্রত্যাশা
তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠ ও নিরোপেক্ষ করা প্রিসাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে কেউ ব্যার্থ হলে তাকে কঠোরভাবে জবাবদিহি করতে হবে। অতীতে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জসহ সারাদেশে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীতে আমরা এমন সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। যে কোন সমস্যায় প্রিসাইডিং অফিসারদের পুলিশ প্রশাসনসহ রিটানিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমাদের জানাতে হবে। যেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আপনারা পরিস্থিতি একেবারেই অবনতি দেখলে নির্বাচন বন্ধ করে দেবেন। আমরা পুনঃরায় সেখানে সুষ্ঠ নির্বাচন উপহার দেবো।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ফরহাদ আহমেদ খান, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ