Sobujbangla.com | সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

  |  ২০:৪৩, জুন ১২, ২০১৯

সিলেটে ৫ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ২০০ মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি, এসিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব মাদক বিগত ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করে বিজিবি।
এর মধ্যে রয়েছে ৩৬০৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১৬৫৯ লিটার বাংলা মদ, ১৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২২৭২ বোতল ফেন্সিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০৬০০ কেজি গাঁজা ও ৩৮৪০০০ পিস ভারতীয় বিড়ি।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম কমিশনার (চ. দা.) মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, সহকারী পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক মো. হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হারুন অর রশিদ পাঠানসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় মাদক পাচার রোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক ও সমাজের সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ