গোপালগঞ্জে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
গোপালগঞ্জ চোরাই মোবাইল সেট, কাপড়, লুঙ্গি ও নগদ টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বাগেরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২০ এপ্রিল) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, কাউসার হাওলাদার (৩৫), মোতালেব শেখ (৩২), হেলাল শেখ (৩৩), রবিউল হোসেন (৩৫), পলাশ সাহা (৩০), মেহেদী ইসলাম (৩০)
ছানোয়ার হোসেন জানান, গত ২৫ মার্চ রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া বাজারে গাজী ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন ও এম এইচ আর এন্টারপ্রাইজ নামে দু’টি দোকান থেকে মোবাইল সেট, কাপড়সহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুটে নেয় আন্তঃজেলা চোর চক্রের একটি দল। পরে এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে গোপালগঞ্জ, বাগেরহাট ও ঢাকার হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার এলাকার পলাশ বস্ত্রালয় থেকে ৪৮০ পিস শাড়ী, ৪৭৭ পিজ লুঙ্গী, ৫১ পিচ থ্রী-পিস, পর্দা থান কাপড় ও নগদ এক লক্ষ টাকা এবং মেহেদীর নিকট থেকে ৩১ পিস ওয়ালটন কোম্পানি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা ১৫/২০টি চুরির ঘটনার কথা স্বীকার করেছে। এদের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 