Sobujbangla.com | সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করণে কাজ করছে সিসিক
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করণে কাজ করছে সিসিক

  |  ১৯:২৯, এপ্রিল ১৭, ২০১৯

স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার মাধ্যমে সুশাসন সংহতকরণ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করণে সিলেট সিটি কর্পোরেশন যথা সাধ্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার দুপুরে নগর ভবনে আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদনের লক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৭-১৮ সনের অগ্রগতী পর্যালোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী জুন মাসের মধ্যে ২০১৭-১৮ সনের কর্মসম্পাদন চুক্তি শেষ হবে। আর এই চুক্তি শেষ হলেই ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হবে।
সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, এসেসর চন্দন দাশ, ট্যাক্সেশন অফিসার মো: রমিজ মিয়া, লাইসেন্স অফিসার মো: জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ সহ সিসিকের অন্যান্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ